Use Clover for Tabbed File Explorer [ কম্পিউটারের ফাইল ব্রাউজিং এ আনুন নতুনত্ব (শুধুমাত্র উইন্ডোজ এর জন্য) ]
হ্যালো বন্ধুরা,
আশা করি সবাই ভাল আছেন। এই রকম টিউন আগে হয়তোবা করা হয়েছে, হয়তোবা করা হয়নি। যা হোক কাজের কথায় আসি। আজ আপনাদের জন্য আমি নিয়ে আসলাম একটি নতুন ফাইল এক্সপ্লোরার। ক্লোভার :-)
সুবিধাঃ
- ট্যাব ব্রাউজারঃ আপনি সকল উইন্ডো ট্যাবে খুলবেন। ঠিক গুগল ক্রোমের মত।
- মিনিমাইজ এর দিন শেষঃ সাধারনত আমরা একাধিক উইন্ডো খুললে সেগুলো মিনিমাইজ করে রাখি, বারবার মাক্সিমাইজ/মিনিমাইজ করে কাজ করতে হয় বেশি সমস্যা হয় যারা রম পোর্ট করেন। ক্লোভার ব্যবহার করলে আর এই সমস্যা থাকবেনা। সব একসাথে মাক্সিমাইজ/মিনিমাইজ হবে। যে উইন্ডোতে কাজ করবেন সে ট্যাবে চলিক করলেই হবে। আর একবার ব্যবহার করতে শুরু করলেই, আর বেসিক এক্সপ্লোরার-এ ফেরত যাবেন না। শিউর।
- ফ্রিঃ এটি ফ্রি তাই ক্র্যাক এর ঝামেলা নেই।
- ফাস্ট:খুবই ফাস্ট এবং একেবারে নেটিভ এক্সপ্লোরারের মত কাজ করবে।
- সেটিংস, ফাইল সব একই এক্সপ্লোরারে খুলতে পারবেন।
- এক্সপি, এইট। আর টেন সকল উইন্ডজ ভার্শনে চলবে।
কিছু এস এস দেখিঃ
Download/ডাউনলোডঃ