তাফহীমুল কোরআন
এন্ড্রয়েড ফোনের জন্য আল-কোরআন একটি জনপ্রীয় এ্যাপ। আমরা অনেকেই ব্যবহার করি। আমি নিজে বেশ
কিছু আল-কোরআন
এ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি। ব্যবহার করতে গেলে দেখা যায়, প্রায়
সবগুলোই একই ডাটাবেস ব্যবহার করেছে। আবার প্রায় সবগুলোই এমন বানান রীতি ফলো করেছে
যা, আমরা সাধারণ মানুষ ব্যবহার করিনা। ফলাফল, কিছুদিন পর আর ব্যবহার করতে ইচ্ছা
করেনা। আই অনেক খুঁজে আজ
আপনাদের কাছে নিয়ে এলাম আল-কোরআন-এর
একটি আলাদা এ্যাপ “তাফহীমুল
কোরআন”।
যারা একবার তাফহীমুল কোরআন পড়েছেন কিংবা পিসিতে ব্যবহার করেছেন তারা নিঃসন্দেহে এটা পছন্দ করেছেন। এটাতে আপনি আল-কোরানে প্রায় প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা পাবেন। এর জন্য আলাদা কোন ঝামেলা নেই শুধু আয়াতের পাশে দেওয়া নাম্বারগুলোতে ক্লিক করলেই পপ-আপ বক্সে পেয়ে যাবেন ।
আসুন কিছু স্ক্রিনশট দেখে নিইঃ
ইমেজ ক্রেডিটঃ ইউনুস আহমেদ কোমল
ফিচার সমূহঃ
- আরবি ও বাংলা অনুবাদ
- সূরার শানে-নজুল
- আয়াতের ব্যাখ্যা
- যে কোন সূরা থেকে অন্য সূরায় জাম্প
- আয়াত বুকমার্ক ও বুকমার্ক ডিলিট
- ফন্ট পরিবর্তন
- ইত্যাদি।
>>Download<<