আজ আপনাদের একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব, Gokano.com এর সাথে । অনেকেই হয়ত এই সাইটে সাইন আপ করেছেন এবং অনেকেই মনে করছেন সাইটটি মনে হয় ফেইক । বলে রাখি এটি পোলেন্ড ভিত্তিক একটি ট্রাস্টেড এলিট ওয়েব সাইট। আপনি এর অফিসিয়াল ফেসবুক পেইজ এ গিয়ে দেখতে পারেন কি পরিমান মানুষ এই সাইট টি ইউস করে এবং কত জন ফ্রি তে প্রোডাক্ট পাইসে তার স্ক্রিনশট দেওয়া আছে। তাই আপনাদের বলছি এই সাইটে নিশ্চিন্তে কাজ করতে পারেন আর প্রতিদিন ২ মিনিট সময় দিয়ে ফ্রি তে প্রোডাক্ট জিতে নিন।
যারা এই সাইট সম্পর্কে জানেন না তাদেরকে বলি, এই সাইটের মাধ্যমে প্রতিদিন পয়েন্ট আর্ন করা যায় এবং এই জমানো পয়েন্ট দিয়ে আপনি ফ্রি তে নিয়ে নিতে পারবেন ১৬ জিবি পেনড্রাইভ থেকে শুরু করে Western Digital Portable Hard Drive, সহ আকর্ষনীয় সব ইলেকট্রনিক গেজেট। আর আমাদের জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে এটি ওয়ার্ল্ড এর সব দেশ সাপোর্ট করে এবং শিপিং চার্জ ফ্রি। এই সাইট এর মাধ্যমে কালেক্ট কৃত পয়েট কে বলা হয় GN। প্রতিদিন লগইন করলে পাবেন 1 GN এবং প্রতিদিন একটি ভোট দেওয়ার মাধ্যমে পাবেন 1 GN। আর এই পয়েন্ট কালেক্ট করার জন্য আপনাকে দিতে হবে সর্বোচ্চ ২ থেকে ৩ মিনিট সময়।
ছবিতে দেখে নিন কি কি প্রেডাক্টের ডেলিভারি নিতে পাবেন:
কিভাবে সাইন আপ করবেন:
প্রথমে এই লিংকএ গিয়ে সাইন আপ করুন এরপর ইমেইল ভেরিফিকেশন করুন। সাইন আপ করার সময় অবশ্যই আসল নাম ঠিকানা ব্যবহার করবেন, কারণ আপনার দেওয়া নাম ও ঠিকানায় আপনার অর্ডার কৃত প্রোড্রক্ট পাঠানো হবে।
দেখে নিন কিভাবে ফর্ম ফিল আপ করবেন
কিভাবে পয়েন্ট GN কালেক্ট করবেন :
১. লগইন করুন এবং Collect daily points এ ক্লিক করুন। (আপনি ১ পয়েন্ট পাবেন)
২. এরপর Complete The missions এ ক্লিক করুন। (এখানে একটি ভোট দেওয়ার মাধ্যমে পাবেন আরো ১ পয়েন্ট)
৩. Invite Friends (একজন রেফার করলে পাবেন ১ পয়েন্ট)
কিভাবে প্রোডাক্ট অর্ডার করবেন :
আপনার কাছে পয়েন্ট থাকলেই আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন না। কারণ Gokano প্রতি মাসে ১ বার অর্ডার নেয় এবং প্রোডাক্ট অর্ডার নেওয়ার তারিখ অনেক আগেই সাইটে টিউন এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। আর এটাকে Restock Date বলা হয়। আগামী Restock হবে অক্টোবর মাসে তাই এখন থেকে পয়েন্ট জমানো শুরু করে দিন।
ধরুন আপনি একটি পেনড্রাইভ অর্ডার করতে চান এজন্য আপনাকে ১৫ দিন লগইন করে 30 GN পয়েন্ট কালেক্ট করতে হবে। এভাবে যখন আপনার পয়েন্ট 30 GN হবে তখন আপনাকে Restock Date এর জন্য অপেক্ষা করতে হবে। আর যেই দিন Restock হবে সেই দিন আপনি Kingston DataTraveler 100 G3 16GB USB 3.0 অর্ডার করতে পারবেন । এছাড়া আপনি অন্যান্য Product পয়েন্ট জমিয়ে কিনে নিতে পারবেন।
গোল্ড মেম্বারদের জন্য অফার :
Gokano.com গোল্ড মেম্বারদের প্রত্যেক কে ১ টি করে Gokano টিশার্ট ফ্রীতে দিয়ে থাকে। আপনি যদি ৩০ জনকে রেফার করতে পারেন তাহলে আপনি গোল্ড মেম্বার হবেন। তখন আপনি প্রতিদিন ৪ পয়েন্ট করে আর্ন করতে পারবেন।
সতর্ক বার্তা :
প্রতিদিন লগ ইন করুন আর পয়েন্ট কালেক্ট করুন। কারণ আপনার একাউন্ট ইন একটিভ থাকলে একাউন্টটি সাসপেন্ড হয়ে যেতে পারে। আর লোভে পরে নিজের রেফারেল এ নিজে নিজে একাউন্ট খুলবেন না। যদি করেন তাহলে আপনার একাউন্টটি চিরকাল এর জন্য সাসপেন্ড হয়ে যাবে।
টিউনটি কপি করা হয়েছে। সকল ক্রেডিট নিচে দেয়া হল:
Collected From: টেকটিউন।
Original Writer: সলমন মিয়া