কিলার ট্রিক্স শিখিঃ
১। আপনি যদি দলগত ভাবে কাজ করেন আপনি প্রথম ৩০/৬০ দিনের মধ্যে এই ৫০০০ সাইবার কয়েন সংগ্রহ করতে পারবেন। কিভাবে এত সাইবার কয়েন সংগ্রহ করবেন? আপনি যখন আপনার রেফারেল লিঙ্ক ব্যবহার করে ১ জন কে এই সাইট এ নিবন্ধন করাতে পারবেন, আপনি ২৪ ঘণ্টার মধ্যে ২৫০০ সাইবার কয়েন ফ্রী পাবেন। তারমানে আপনার অর্ধেক কাজ শেষ। বাকি থাকল ২৫০০। আপনি যখন আপনার ৫ জন বন্ধুকে এভাবে এই সাইট এ যুক্ত করতে পারবেন আপনি আরও ৫০০ সাইবার কয়েন ফ্রী পাবেন। আপনার কিন্তু ৩০০০ সাইবার কয়েন হয়ে গেল।
২। এবার আসুন আপনার আসল কাজ বাকি। অবশিষ্ট ২০০০ সাইবার কয়েন সংগ্রহ করতে আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনাকে দলগত ভাবে কাজ করতে হবে। অর্থাৎ আপনি আপনার রেফারেল লিঙ্ক এর মাধ্যমে যাদেরকে এই সাইট এ আমন্ত্রন জানিয়ে নিয়ে এসেছেন তাদের সমন্বয়ে আপনাকে কাজ করতে হবে। আপনার দলের সদস্যরা যত ভিডিও দেখবে আপনার স্বয়ংক্রিয়ভাবে সাইবার কয়েন বাড়তে থাকবে। অর্থাৎ আপনি আপনার দলকে যত শক্তিশালী করবেন আপনি তত তারাতারি আপনার ৫০০০ সাইবার কয়েন এর লক্ষে পৌছাতে পারবেন। এবার আসুন কিভাবে ভিডিও দেখবেন। নিচের ছবিটি একটু খেয়াল করুন।
৩। কোন ভিডিও আপনাকে ফূল দেখে MB খরচ করতে হবে না, ১০ সেকেন্ড-৩০ সেকেন্ড যথেস্ট (আপনার নেট স্পীড কম হলে বেশিক্ষন দেখবেন, শিউর হবেন যে, মিমিমাম কতক্ষন দেখলে স্কোর বাড়ে)
৪। Preview তে ক্লিক করুন, ভিডিও প্লে করলে নীচে আরো ৮ টি ভিডিও পাবেন, সেগুলো ১৫ সেকেন্ড করে দেখুন। স্কোর আরো বেড়ে যাবে। এভাবে আপনি ৮০ টি ভিডিও দেখতে পারবেন (অর্থাৎ ২৪০ টি ভিডিও x ১৫ সেকেন্ড= ১ ঘটা কাজ করবেন, আর ১০ সেকেন্ড হলে তো আর ভাল)
৫। আপনি আপনার নীচে যারা আছে তাদের প্রত্যেককে গাইড করুন যাতে তারা আরো ৫ জন করে আপনার মত এ্যাড করে, এভাবে তারা তাদের নীচের মেম্বার দের আরো ৫ জন করে এ্যাড করে। ফলে আপনার গ্রুপ আর বড় হবে, আপনার টাকাও বাড়বে, তাদের টাকাও বাড়বে। শুধু নিজের চিন্তা না করে তাদের ও ইনকাম বারাতে সাহায্য করুন (আমি যেমন আপনাকে গাইড করছি), তাহলে সবাই টাকা পাবে, আর আপনিও লাভের অংশ পাবেন।
৬। একটা মডেম/সিম/আইপি দিয়ে আপনি সর্বমোট নিজেরটা সহ ৩ টা খুলতে পারবেন! তবে ফেইক আইডি না খুলে নিজের গ্রুপ কে শক্ত করুন।
৭। আপনি যেহেতু ৩ টা আইডি খুলতে পারবেন, তাই আপনার মেইন আইডির নিচে একটা আর তার নিচে আর একটা আইডি খুলুন। এভাবে আপনার আইডির নিচের বাকি ৪ টা আইডি বন্ধুদের দিয়ে খুলে সেগুলার রেফারেন্স লিঙ্ক দিয়ে তাদেরকে বলুন আপনার মত করে মোট ৩ তা আইডি খুলতে।
তাও যদি আপনাদের কোন প্রশ্ন থাকে এইখানে টিউমেন্ট করে জানাতে পারেন অথবা এই ফেসবুক গ্রুপ (facebook.com/groups/viewtrakrbd) এ টিউন করতে পারেন।
ধন্যবাদ।