আপনাদের জন্য নিয়ে আসলাম কম্পিউটারের জন্য সেরা একটি ভিপিএন সফটওয়্যর Hotspot Shield এর সম্পূর্ণ একটি আপডেট ভার্সন Hotspot Shield 5.20.4 এবং সাথে এর একটিভেটর ফাইল। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN)এর সম্পর্কে আসা করি সকলেই অবগত আছেন। যদি আপনি নতুন হন, তাহলে একটু পড়ে নিতে পারেন:
ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক তথা VPN কী?
VPN বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হলো কোন পাবলিক নেটওয়ার্কের মধ্যে একটি প্রাইভেট নেটওয়ার্ক যা একজন ইন্টারনেট ব্যবহারকারীকে সম্পূর্ণ সিকিউরিটি মেইনটেইন করে ডাটা আদান প্রদানে সাহায্য করে। তাছাড়া কান্ট্রি রেসট্রিকটেড ওয়েব সাইট, তুলনামূলক ভাবে ঝুকিপূর্ণ ওয়েব সাইট, ব্লক করে দেওয়া ইন্টারনেট কন্টেন্ট ইত্যাদি দেখার জন্যও ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক কার্যকর। যদিও কিছু কিছু দেশে এরকম VPN ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি আছে তবে আমাদের দেশের জন্য কোন সমস্যা না।
যে কারনে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করবেন সেটা নিচে বিস্তারিত জানাবো। কিন্তু তার আগে জেনে নিন কীভাবে তৈরী করবেন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এ কাজের জন্য আপনার প্রয়োজন হবে একটি ভালো মানের VPN সফটওয়্যার। ফ্রিতে এবং টাকার বিনিময়ে ভালো মানের VPN সফটওয়্যার পাওয়া যায়। নিচের ডাউনলোড লিঙ্কগুলোতে দুটি ফ্রিওয়ার এবং একটি প্রিমিয়াম VPN সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক দিলাম। ডাউনলোড শেষে ইন্টস্টল করলেই ব্যবহার করতে পারবেন। অফিশিয়াল সাইট হতে ব্যবহারবিধি দেখেও নিতে পারেন। যদিও তা প্রয়োজন হবে বলে মনে হয় না।

যেহেতু সফটওয়্যারটির কোনো ফ্রি ভার্সন নেই, তাই এটিকে কিনে ব্যবহার করতে হয়। তবে এতে ঘাবরানোর প্রয়োজন নেই, কারন সফটওয়ারটির সাথে এর একটিভেটর দেওয়া আছে। সফটওয়্যরটি ইনষ্টল করার পর এটিকে একটিভেসন করার প্রক্রিয়া একটু জটিল। যদি সফটওয়্যরটি একটিভ করতে না পারেন তাহলে নিচে দেওয়া লিংকটি থেকে ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি ডাউনলোড এর দিকে চলে যাই।
ডাউনলোড লিংক:
Click below to Download
==>
<==
বি:দ্র:
টিউনটি ওমর ফারুক ও সানিম মাহবীর ফাহা “ ভাইয়েরভাইয়ের লিখা থেকে কপি করা হয়েছে! সকল ক্রেডিট তাঁদের প্রাপ্য।